নাজমুল ইসলাম হৃদয়, বাহুবল: সারাদেশে বেড়ে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ ও ধর্ষণের জন্য গড়ে ওঠা পরিবেশ নিয়ন্ত্রনের দাবিতে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে স্বপ্নযাত্রার ১৭ উদ্দোগে এক বিশাল মানববন্ধন প্রতিবাদ সভা করা হয়।
বুধবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় বাহুবল উপজেলার মিরপুর বাজার সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মিরপুর স্বপ্নযাত্রার ১৭ উদ্দোগে চুনারুঘাট, শায়েস্তগঞ্জ, এমসি কলেজ ও নোয়াখালীর বেগমগঞ্জসহ সারাদেশে ধর্ষণ, গণধর্ষণ, নারী নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়
মানববন্ধন ও প্রতিবাদ সভা উপ কমিটির আহবায়ক রেদুয়ান শাহারিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব আল সায়েম শাকিলের উপস্থাপনায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন- বিশিষ্ট শ্রমিক নেতা আসকার আলী, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, প্রভাষক আইয়ুব আলী, সানশাইন মডেল হাই স্কুলের পরিচালক এম শামছুদ্দিন, গীতিকার এম আর মামুন,গোলাম মোস্তফা, প্রভাষক জয়নুল শামীম,নবজাগরণ সামাজিক ও সেচ্ছাসেবী যুব সংগঠন এর সাধারণ সম্পাদক অলিউর রহমান এমরান, আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ছাত্রী তাকমিনা আক্তার শিলা প্রমুখ
সমাবেশে বক্তাগণ বলেন, দেশ কী আজ ধর্ষণকারীদের নিয়ন্ত্রনে? বিবস্ত্র নারী, বিবস্ত্র বাংলাদেশ। আজ দেশ গণধর্ষণের শিকার। এর জন্য দায়ী সমাজ ব্যবস্থাকরা । তাই একের পর এক ধর্ষণ ও গণধর্ষণের ঘটনা ঘটছে। এজন্য দেশবাসীর প্রতি গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
মানববন্ধন থেকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবী জানানো হয় এবং মা-বোনদের সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তার দাবী জানানো হয়।