এএসবিডি/দিনাজপুরঃদিনাজপুরের চিরিরবন্দরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্য করেছেন তাপশী রানী রায় (১৪) নামে এক কিশোরী।
মঙ্গলবার (৬ অক্টোবর) আনুমানিক সন্ধ্যা ৯ ঘটিকায় উপজেলার ৬নং অমরপুর ইউনিয়নের জয়দেবপুর (গোবিন্দপাড়া) নামক স্থানে এ ঘটনা ঘটে। মৃত তাপশী রানী গোবিন্দপাড়ার সুরঞ্জিত রায়ের কণ্যা। জানা যায় সে কারেঙ্গাতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মৃত তাপশী রানী তার বৌদির সাথে ছিলো। একপর্যায়ে সেখান থেকে উঠে তার নিজ শয়নকক্ষে যায় এবং ঘরের দরজা বন্ধ করে দেয়। এরপর অনেক সময় পেরিয়ে গিয়েও ঘর থেকে বের না হলে ডাকাডাকি করে তার বাবা মা। অনেক ডাকার পরেও কোন আওয়াজ না মিললে দরজা ভেঙ্গে ঘরে ঢুকেন এবং ঝুলন্ত অবস্থায় দেখা মিলে তাপশী রানীর।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি, তবে এব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।