দীর্ঘদিন যাবত থেকেই সিঙ্গেল ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তবে এবার বোধহয় নতুন প্রেমে মজেছেন তিনি। সম্প্রতি পরিমণির করা এক ফেসবুক পোস্টকে ঘিরে এমনই ভাবনা তৈরি হয়েছে তার ভক্তদের মাঝে।
যদিও শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে-মেয়েকে নিয়েই পরীমণির সংসার ছিল। ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই সন্তানদের বড় করে তুলছেন তিনি। ব্যক্তিগত জীবনে প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের কারণে বহুবার সংবাদের শিরোনামে হয়েছেন এই অভিনেত্রী। এবার ফের তার প্রেমের খবরে তোলপাড় নেটদুনিয়া।
সোমবার (১৮ নভেম্বর) ভোর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’ সঙ্গে যুক্ত করেছেন লাভ ও বাটারফ্লাই ইমোজি।
আলোচিত সেই ভিডিওতে দেখা যায়, চলন্ত গাড়িতে একজনের হাতের ওপর হাত রেখেছেন পরীমণি। তবে নায়িকার পাশে থাকা ব্যক্তির চেহারা দেখা যায়নি।