সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,ফ্রি মেডিকেল ক্যাম্পিং, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রভাষক  জাহাঙ্গীর আলম,তারাকান্দা উপজেলা সংবাদদাতা( ময়মনসিংহ)।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
তারাকান্দায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন,ফ্রি মেডিকেল ক্যাম্পিং, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের তারাকান্দায় ২৯  অক্টোবর (মঙ্গলবার) তারাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকাল হতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ফ্রি মেডিকেল ক্যাম্পিং ও বর্ণাঢ্য শোভাযাত্রাসহ আলোচনা সভা অনুষ্ঠিত।

সকাল ৮টায় ফ্রি মেডিকেল ক্যাম্পিং কর্মসূচী শুরো হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে এ কার্যক্রম।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাংলাদেশের অন্যতম প্রধান কেন্দ্র-ডান থেকে ডানপন্থী রাজনৈতিক দল। তৎকালীন জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এই দলটি প্রতিষ্ঠা করেন।

মেডিকেল ক্যাম্পিং-এ, এতে ৫০০ শতরও বেশি অসহায়, বঞ্চিত, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে।
এই কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ উঃ জেলা বিএনপি’র একমাত্র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহের হোসেন তালুকদার।

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির পরিচালনায় ক্যাম্পে ফ্রি চিকিৎসা নিতে আশেপাশের বেশ কয়কটি গ্রাম থেকে ভিড় করেন মানুষ। সবাইকে উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সেের ৫ জন ডাক্তার চিকিৎসা দেন।  ডাক্তারের সাথে সেচ্ছাসেবী কর্মী নিয়োজিত ছিলেন।

তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল হক মন্ডলের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪৭ ময়মনসিংহ-২ আসনের(ফুলপুর-তারাকান্দা) নমিনেশন প্রত্যাশী মোতাহের হোসেন তালুকদার।

যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে গোল চত্বর বাসস্ট্যান্ড, সিনামাহল মাঠ, উপজেলা ভবন থেকে শেরপুর -ময়মনসিংহ প্রধান সড়ক দিয়ে বড়পুল পর্যন্ত যায়। সেখানে কিছুক্ষণ আলোচনা সভা করে আবার সেখান থেকে ফিরে শেরপুর রোড তারাকান্দা তিন চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মিলিত হয়।

এর আগে,উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে মিছিল সহকারে যুবদলের নেতাকর্মীরা এসে সিনেমাহল মাঠে অনুষ্ঠানস্থলে যোগ দেন।

শোভাযাত্রায় ১নং তারাকান্দা সদর ইউনিয়নের যুবদলের মফিদুল ইসলাম, ফরিদ আকন্দ রামচন্দ্রপুর হতে,
মোঃ সুমন বাপ্পি তারাকান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ বাজার থানা রোড হতে, রইন তালুকদার, তারাকান্দা তালুকদার বাড়ি হতে, মোঃ শমসের আলী মন্ডল,  ব্রাক অফিসের পশ্চিম পাশ হতে
মোঃ আসাদুজ্জামান এরশাদ যুগ্ম আহ্বায়ক,  ব্রাক অফিসের সামনে হতে,উঃ জেলা যুবদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক,  মোঃ রোবেল আকন্দ ড. মুখলেছ স্যারে বাড়ির সামনে হতে, আবুল কালাম আজাদ তারাকান্দা হতে, ৫নং বালিখা হতে যুবদলের শমশের মন্ডল ধলিরকান্দা হতে, কামাল হোসেন মাসকান্দা হতে, ফফিদুল ইসলাম,  রফিকুল ইসলাম  মাসকান্দা হতে, আজিজুল বালিখা হতে, ৩নং কাকনি ইউনিয়নের রাশেদ মেম্বার ধাদরা হতে, মামুন সরকার বাগুন্দা হতে, অলিউল্লাহ বাশতলা হতে, ২নং বানিহালা ইউনিয়ন হতে নজরুল, রায়হান নলদিঘী হতে, আশরাফুল মোকামিয়া হতে, আমিনুল ইসলাম বানিহালা হতে, আজারুল ইসলাম রনকান্দা হতে, ৪নং গালাগাও ইউনিয়ন  যুবদলের জুয়েল, বুলবুল চিংনাপাড়া হতে, সেলিম মাইলুড়া হতে, সোহেল রানা কানুহারী হতে, সালাম ভূষাগঞ্জ হতে মিছিল নিয়ে আসেন। ৬ নং ঢাকুয়া ইউনিয়নের মোস্তফা ঢাকুয়া হতে, কবির টিউকান্দা হতে, শাহীন কেন্দুয়া হতে যুবদলের মিছিল নিয়ে আসেন। ৯নং কামারগাও ইউনিয়নের রফিকুল ইসলাম রাজধারিকেল হতে,  হুমায়ুন আহমেদ কালিখা হতে, মফিদুল ব্যপারী নাকিজানি হতে, সাইফুল ইসলাম চংনাপাড়া হতে মিছিল নিয়ে আসেন। ৭নং রামপুর ইউনিয়নের কাকন শিমুল তলি হতে মিছিল নিয়ে আসেন। ১০ নং বিশখা ইউনিয়নের হাবিব বিশখা হতে, আশরাফুল  গিটওয়ারী হতে, রিপন চাঁনপুর হতে যুবদলের মিছিল নিয়ে আসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ রিফাত শাহরিয়ার, অবঃ সেনা কর্মকর্তা ও সাবেক তারাকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক (আর্মি),উঃ জেলা বিএনপি সদস্য কাজী আব্দুল বাতেন, বিএনপির সদস্য মাসুদ রানা খাঁন, ৪নং গালাগাঁও ইউনিয়ন বিএনপির বারবার কারা নির্যাতিত সংগ্রামী  সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ইয়াছিন আলী মেম্বার, সাবেক গালাগাঁও ইউনিয়ন চেয়ারম্যান শামসুল হুদা তালুকদার, ছায়াদুল ইসলাম মন্ডল, শ্রমিক দলের আহ্বায়ক পাভেল মন্ডল, ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকিরসহ অনেকেই।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা এমদাদ মন্ডল,ব্যবসায়িক নেতা  বাদশা মিয়া,যুবদলের যুগ্ম আহ্বায়ক   রাসেল মড়ল ,সাবেক ছাত্রদলের সভাপতি আবুল কালাম আজাদ, ইবনে কাশেম মাষ্টার,রফিকুল ইসলাম মাষ্টার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ছাত্রনেতা পিয়াস তালুকদার,  নিহাত, শ্রমীক নেতা মুহাম্মদ রাজন, গণ ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি  আনার মন্ডল, শান্তিনগর মন্দিরে  কোষাধ্যক্ষ ও ছাত্রনেতা রনজিত শর্মা (কাঞ্চন) সরকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শুধু ফরদাবাদ নয়, পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি। এমন মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন ময়মনসিংহ উঃ জেলা বিএনপি’র একমাত্র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহের হোসেন তালুকদার।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102