ঢাকা কলেজে এক শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জেরে ভিআইপি পরিবহনের ৩১ টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার( ২২ আক্টোবর ) বেলা সাড়ে ১০ টার দিকে বাস থেকে শিক্ষার্থীকে ফেলে আহত করলে পরবর্তীতে বাস আটক করতে শুরু করে শিক্ষার্থীরা। রিপোর্ট লেখা পর্যন্ত আটক বাসগুলো মিরপুর রোডে সারিবদ্ধভাবে রাখা হয়েছে।
বাসের ধাক্কায় আহত ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাজিদ হাসান বলেন, আমি আজিমপুর থেকে কলেজে আসার উদ্দেশ্য ভিআইপি বাসে উঠি। বাসে ভাড়া দেওয়ার সময় হাফ ভাড়া দিলে ভাড়া না নিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করে, একপর্যায়ে বাস থেকে নামার সময় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পা ও হাতে আঘাতপ্রাপ্ত হই। বর্তমানে আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসার জন্য আসছি।
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আমরা বিষয়টি জেনেছি। নিউমার্কেট থানাকে জানিয়েছি। বিষয়টি নিউমার্কেট থানা কর্তৃপক্ষ দেখছে। তবে শিক্ষার্থীদের নিজেদের হাতে বিচার তুলে নেওয়া ঠিক নয়।