রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মধ্যরাত থেকেই ঝরছে কুয়াশা। দিনে গরম থাকলেও রাতে ও সকালে হালকা শীত অনুভব হচ্ছে।
শীতের আগমনে হঠাৎ কুয়াশা ঘেরা মানিকগঞ্জ। ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন হয়ে যায় চারপাশ। এসময় ঢাকা-আরিচা মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে।
শীতের আগমনী নিয়ে হঠাৎ করেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে টাঙ্গাইল। এতে প্রকৃতিতে কিছুটা শীতের আমেজ লক্ষ্য করা গেছে। হালকা হিমেল হাওয়ায় কিছুটা শীত অনুভবও হচ্ছে। গাছের ওপরে জমে আছে শিশির।
টাঙ্গাইল আবহাওয়া অফিসের কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ক্রমান্বয়ে কুয়াশা পড়তে শুরু করেছে। একইসঙ্গে রাতে তাপমাত্রা কমতে শুরু করেছে। এতে হালকা শীতের অনুভূতি স্পষ্ট হচ্ছে। আগামী মাস থেকে শীত পড়তে শুরু করবে।
ফরিদপুরে হঠাৎ করে আজ ভোর থেকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা যায়। শীত না আসলেও হঠাৎ করে কুয়াশা দেখা গিয়েছে। সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশা লক্ষ্য করা যায় শহরজুড়ে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটতে থাকলে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল শুরু হয়। এ ছাড়া নদী এলাকাতে আরও ঘন কুয়াশা লক্ষ্য করা যায়।
এদিকে, ঢাকায় মধ্যরাত থেকে কুয়াশায় ঢেকে যায় রাজধানীর আকাশ। ভোরেও দেখা মেলে কুয়াশার।