হারিয়ে যাওয়া মা কে ফিরে পেলেন ছেলে খায়রুল।
ময়মনসিংহের ফুলপুরে ছেলে খায়রুল ব্রাহ্মণবাড়িয়া থেকে গত আট মাস আগে হারিয়ে যাওয়া মাকে ফিরে পেছেন। মোছাঃ রোকেয়া বেগম নামের এই মা গত আট মাস আগে নিখোঁজ হন।
ছেলে মোঃ খাইরুল মিয়া ও তার পরিবার পাগল হয়ে আট মাস খুজা খুজি করলেও মায়ের সন্ধান না পেয়ে খুব হতাশ ছিলো তার পরিবার।
অবশেষে, সৃষ্টি কর্তার অশেষ রহমতে ময়মনসিংহের ফুলপুর থানার এস আই মোঃ মোফাখ্খির উদ্দিন অনেক চেষ্টা করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, খুঁজে মিলে খায়রুলের মায়ের।
এখানে উল্লেখ্য যে, মোছাঃ রোকেয়া বেগম স্বামী মৃত অহিদ মিয়া, মাতা মৃত নূরজাহান ঠিকানা- সূর্যকান্দি বঙ্গুর পাড়া, ডাকঘর-কালীকচ্ছ সরাইল ব্রাহ্মণবাড়িয়া।
বর্তমানে মোছাঃ রোকেয়া বেগমকে তার পরিবারের কাছে আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে পরিবারের সদস্যদের কাছে।