ঢাকার দোহারে নাজমুল (২৪) নামের এক যুবককে চায়ের দোকানে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মিলন নামের আরেকজন আহত হয়েছেন।
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল উপজেলার রাইপাড়া ইউনিয়নের ইকরাশী গ্রামের আলী বেপারীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাঁশতলা বাজারে বসে চা খাচ্ছিলেন নাজমুল। এ সময় তিনজন যুবক একটি মোটরসাইকেলে এসে চায়ের দোকানে ঢুকে প্রকাশ্যে নাজমুলকে এলোপাথাড়ি কোপাতে থাকে। নাজমুল নিস্তেজ হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় নাজমুলকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, ঘটনার পরপরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।