মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন

তারাকান্দায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত।

প্রভাষক  জাহাঙ্গীর আলম,তারাকান্দা উপজেলা সংবাদদাতা( ময়মনসিংহ)।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
তারাকান্দায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত।
ময়মনসিংহের তারাকান্দায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত। আগামী প্রজন্মকে সক্ষম করি,দর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি,এই প্রতিবাদ্যকে উপজীব্য করে  আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের উদ্যোগে বেলা ১১ টায় তারাকান্দা উপজেলা  হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা।

এ উপলক্ষে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালী, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী,ফায়ার সার্ভিস ষ্টেশনের চার্জ ইনচার্জ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।  উপজেলা একাডেমিক সুপারভাইজার  বাবু সুধন কুমার সঞ্চালনায় ছিলেন।

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ। গত দুই দশকে এ ভূখণ্ডে ১৮৫টি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় প্রান্তিক জনগোষ্ঠী।
এদিকে পূর্বাভাস ও পূর্ব প্রস্তুতির কারণে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা গেলেও প্রতিনিয়ত চরিত্র বদলাচ্ছে দুর্যোগের। এছাড়া নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ভূমিকম্প, বজ্রপাত ও মানবসৃষ্ট দুর্যোগ। দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল কাঠামো গঠনের পাশাপাশি স্মার্ট প্রযুক্তি ব্যবহারে জোর দিয়েছেন সংশ্লিষ্টরা ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102