সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। ফেরারির মতো ছুটছি, সামনে কোনো ভবিষ্যৎ নেইঃ ছাত্রলীগ নেতা। বিএনপি-জামায়াতের বাড়িঘরে হামলার নির্দেশ দিলেন হাসিনা। গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পৃথক কর্মসূচি পালন। সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার। সনাতন ধর্মাবলম্বী দুপক্ষের সংঘর্ষে প্রতিমা ভাঙচুর। সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুককে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ। তারাকান্দা নেতৃবৃন্দের সাথে যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ’র সাথে  মতবিনিময় সভা। তারাকান্দা সদর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত। শাবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ নভেম্বর।

তারাকান্দায় বিশ্ব শিক্ষক দিবস ও র‍্যালি অনুষ্ঠিত। 

প্রভাষক  জাহাঙ্গীর আলম,তারাকান্দা উপজেলা সংবাদদাতা( ময়মনসিংহ)।
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

তারাকান্দায় বিশ্ব শিক্ষক দিবস ও র‍্যালি অনুষ্ঠিত।

ময়মনসিংহের তারাকান্দা বিশ্ব শিক্ষক দিবস পালিত। “শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে শনিবার (৫ অক্টোবর) দুপুরে তারাকান্দা উপজেলা প্রশাসন ও শিক্ষামন্ত্রালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে তারাকান্দা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। বর্ণাঢ্য র‍্যালি শেষ উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত বছর ২০২৩ সালের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ” The transformation of Education begins with teacher ” অর্থাৎ “শিক্ষার পরিবর্তন শিক্ষক দিয়ে শুরু হয় “।
এবছর, ২০২৪ সালের প্রতিপাদ্য “ শিক্ষকের কন্ঠস্বর ” শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার। তবে এবার অন্য বারের চেয়ে বেশ জাঁকজমকপূর্ণভাবেই তারাকান্দায় দিবসটি পালিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন সুলতানা । এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল বাতেন।

উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবু সুধন কুমারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জীবন আরা বেগম, কৃষি কর্মকর্তা অনুরমা কাঞ্চি শাওন, এন ইসলামীয়া কলেজের অধ্যক্ষ, মিলন বাট্রা স্কুলের প্রধান শিক্ষক, বালিজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ওবায়দুল হক, সহকারী প্রধান মজিবুর রহমানসহ
বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তৌকির আহমেদ শাহীন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন।

এখানে উল্লেখ্য যে,শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। দিবসটি উপলক্ষে ইআই প্রতি বছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102