তারাকান্দায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার।
ময়মনসিংহের তারাকান্দায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য লিটন ওরফে মশিউর ওরফে রিটনকে গ্রেফতারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।
গত ১ অক্টোবর (মঙ্গলবার) দিনগত রাতে গ্রেফতারের পর ২ অক্টোবর (বুধবার) দুপুরে মামলা রজুর পর তাকে আদালতে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃত আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য লিটন ওরফে মশিউর ওরফে রিটন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চালিয়াগোপ গ্রামের মো.মুর্শিদ উদ্দিনের ছেলে।তার নামে চুরিসহ নানা অভিযোগে অন্তত ২১ টি মামলা রয়েছে বলে জানা গেছে।
তারাকান্দা থানা পুলিশের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই চন্দন সরকার জানান,তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের টিউকান্দা মোড়ে স্থানীয় একজন এনজিও কর্মীর বাজাজ ডিসকভার ১১০ সিসি-র একটি মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে ধরা পড়ে লিটন।এরপর থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির কথা স্বীকার করে।খোঁজ নিয়ে জানা গেছে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত ২১ টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো.টিপু সুলতান জানান,সে মোটরসাইকেল চোর-চক্রের অন্যতম সদস্য। তারাকান্দায় সে টিউকান্দা মোড়ে মোটরসাইকেল চুরির সময় গ্রেফতার হয়।তার নামে দেশের বিভিন্ন থানায় ২১ টি মামলার হদীস পাওয়া গেছে।