মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

কুলাউড়ায় বন্যার্তদের মধ্যে এর নগদ অর্থ বিতর। 

আশরাফুল ইসলাম জুয়েল,কুলাউড়া প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

কুলাউড়ায় বন্যার্তদের মধ্যে এর নগদ অর্থ বিতর। 

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক(ইনক) এর সহযোগীতায় কুলাউড়ায় বন্যাদুর্গত এলাকার ২ শতাধির পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

(০৩ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এ অর্থ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক জসীম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, টিবিএফ’র চেয়ারম্যান মইনুল ইসলাম শামীম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম,সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ সাইফুল ইসলাম খান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন,অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার সুলতান আহমদ, প্রেসক্লাবের সহ সম্পাদক তাজুল ইসলাম, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি আশরাফুল ইসলাম জুয়েল, অনুলিপি কুলাউড়ার প্রতিষ্টাতা আশিকুল ইসলাম বাবু,মানব ঠিকানার রিপোর্টার আব্দুছ ছালিক।

উল্লেখ্য, সংগঠনের পক্ষ থেকে ২ শত জনকে নগদ ১ হাজার করে মোট ২ লক্ষ টাকা উপহার দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102