পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. শাহ আলমকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) মো. শাহ আলম ২ অক্টোবর ৫৯ বছর পূর্ণ করেন। সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩ (১) (ক) অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিধি অনুযায়ী তিনি অবসরজনিত সুবিধাদি পাবেন।