বিনামূল্যে রক্তদানের মাধ্যমে নিজের জন্মদিন, উদযাপন করলেন সাংবাদিক মাহমুদুল।
নিজের জন্মদিন স্বরণীয় রাখতে স্বেচ্ছায় বিনামূল্যে রক্তদান করলেন নিউ লাইফ ব্লাড ব্যাংকের সদস্য ও ভূঞাপুর প্রেসক্লাবের কার্যকরী সদস্য মাহমুদুল হাসান। মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মা ও শিশু কল্যাণ হসপিটালে এক মুমূর্ষ রোগীকে বি পজিটিভ রক্ত দান করেন।
নিউ লাইফ ব্লাড ব্যাংকের সদস্য ও সাংবাদিক মাহমুদুল হাসান বলেন- নিজের জন্মদিন স্বরণীয় রাখতে অযথা টাকা-পয়সা খরচ করে জাঁকজমকপূর্ণ ভাবে জন্মদিন উদযাপন না করে স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করেছি। সারাজীবন ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখতে সকলের দোয়া চাই।
নিউ লাইফ ব্লাড ব্যাংকের সভাপতি মামুন সরকার বলেন- আমরা আমাদের সংগঠন থেকে টাঙ্গাইল জেলা সহ দেশের বিভিন্ন এলাকায় স্বেচ্ছায় বিনামূল্যে রক্তদান করে থাকি। সাংবাদিক মাহমুদুল হাসান আমাদের ব্লাড ব্যাংকের সক্রিয় সদস্য। আজ তার জন্মদিন ছিল। নিজের জন্মদিনকে স্বরণীয় রাখতে আজ সকালে সে এক মুমূর্ষু রোগীকে রক্তদান করেছি। আমি আমার সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।