বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন

তারাকান্দায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত।

প্রভাষক  জাহাঙ্গীর আলম,তারাকান্দা উপজেলা সংবাদদাতা( ময়মনসিংহ)।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
তারাকান্দায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত।
ময়মনসিংহের তারাকান্দায় “কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ ” প্রতিপাদ্যকে উপজীব্য করে   আলোচনা সভা ও সাংস্কৃতিক  অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ১১ টায় তারাকান্দা উপজেলা  হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা বলেন, দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে কন্যা শিশুদের যথাযথ ভূমিকায় আসীন করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজন কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা, তাদের প্রতি সব রকমের সহিংসতা এবং নির্যাতন রোধ করা। তিনি বলেন কন্যা শিশুদের অধিকার ও মর্যদা রক্ষায় শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তাসহ বেড়ে ওঠার সব অনুকুল পরিবেশ সৃষ্টিতে সমাজের দ্বায়িত্বশীল ব্যক্তিবর্গের অংশগ্রহণ প্রয়োজন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ।
তারাকান্দা উপজেলা একাডেমিক সুপারভাইজার  বাবু সুধন কুমারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা আরোও বক্তব্য রাখেন – সহকারী কমিশনার ভুমি ফাহমিদা সুলতানা, কৃষি কর্মকর্তা অনুরমা কাঞ্চি শাওন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আছমাউল হুসনা,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, তারাকান্দা  ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার  জাহাঙ্গীর আলম,  উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি  তৌকির আহমেদ শাহীন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম (মাস্টার) প্রমুখ।
উল্লেখ্য যে, ২০০৩ সালে কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস ঘোষণা করা হয়।  প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ শিশুর উন্নয়ন, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বর্তমান সরকার। এই শিশুদের অন্তত ১৫ শতাংশ কন্যাশিশু।
জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে ২০১২ সাল থেকে প্রতিবছরের ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এদিকে প্রতিবছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। এই শিশু সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পালন করা হয় জাতীয় কন্যা শিশু দিবস হিসাবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102