জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক (সম্মান) শ্রেণির (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) প্রথম বর্ষের সশরীরে ক্লাস শুরু হবে আগামী ২০ অক্টোবর।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা গণমাধ্যমকে বলেন, আজকে বুধবার কেন্দ্রীয় ভর্তি পরিচালনার কমিটিতে সিদ্ধান্ত হয়েছে প্রথম বর্ষের ক্লাস শুরু আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে । তবে এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ৩০ সেপ্টেম্বর ঘোষণা করলেও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সংস্কার, গণরুম সংস্কৃতি বিলুপ্তকরণ, ভর্তিকৃত নতুন সকল শিক্ষার্থীর জন্য রুম নিশ্চিত করার কারণে ক্লাস শুরুর তারিখ পিছিয়ে ২০ অক্টোবর করা হয়েছে।
তবে গত ২১ শে জুলাই প্রথম বর্ষের (৫৩ তম আবর্তন) ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষকদের আন্দোলনের কারণে ক্লাস শুরু করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ (৫৩ তম আবর্তন) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এবছরের ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৯ ফেব্রুয়ারিতে শেষ হয়। তবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দীর্ঘ প্রায় সাত মাস পেরিয়ে গেলেও ক্লাস শুরু করতে পারেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।