বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের।

ঝিনাইদহ সদরে বিদ্যুতের তারের ওপর পড়ে থাকা পেঁপেগাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সুড়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া তিনজন হলেন, ওই গ্রামের মকছেদ মোল্লার ছেলে আঙ্গার আলী, তার ভাবি হাসিনা খাতুন ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত দুই দিনের ঝড়-বৃষ্টিতে মোকছেদ মোল্লার বাড়ির পেছনে বিদ্যুতের তারের ওপর একটি পেঁপেগাছ ভেঙে পড়ে। সেসময় মোকছেদ তারের ওপর থেকে গাছ সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এরপর সারারাত পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করে তাকে।

পরে সকালে সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে মোকছেদ মোল্লার মরদেহ দেখতে পায় তারা। তখন ওই তার থেকে মোকছেদকে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রেশমা খাতুন ও হাসিনা বেগম।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহত দুজনকে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার জানান, হাসপাতালে আসার আগেই রেশমা ও হাসিনা মারা যায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102