ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালকদের বেতন ভাতা ও স্থায়ী করনের দাবীতে মানববন্ধন।
বৈষম্য বিরোধী ইউনিয়ন ডিজিটাল সেন্টার সমন্বয়ক এক্য পরিষদের আয়োজনে আইসিটি টাওয়ারের সামনে সকাল ১০ টায় এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
তাদের দাবি ২০১১ সাল থেকে আজ পর্যন্ত বিনা বেতনে কর্মরত,সকল কর্মচারী কঠিন প্ররিশ্রম করে আসছে অথচ চেয়ারম্যান পরিবর্তন হলে তাদের পরে নানাভাবে নানা রকম চাপ আসে, অনেকে রাজনৈতিকভাবে হেনস্তার শিকার হন চেয়ারম্যান পরিবর্তন হলেই যেন তাদের কাজের কোনো ক্ষতি না হয় নির্বিঘ্নে সেবা প্রদান করে যেতে পারে সেই প্রত্যাশা সহ বেতন কাঠামো নির্ধারণ ও স্থায়ী করনের জন্য তারা আজ রাজপথে অবস্থান করেছে।
তারা বলেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কাজ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় অথচ সেই সেন্টারের কর্মকর্তাদের যাতে কোনোভাবে হয়রানির শিকার না হতে হয় চেয়ারম্যানের পরিবর্তন ফল ভোগ না করতে হয় সে বিষয় খেয়াল রেখে নূন্যতম একটা বেতন কাঠামো এবং স্থায়ী করনের দাবী জানিয়েছে।
সরজমিনে খোজ নিয়ে দেখা যায় যে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত পরিচালক বৃন্দের এখন আর সরকারী চাকুরীতে যোগদানের বয়স নাই।