এনবিএমইজিএফ” চট্টগ্রাম জেলার কর্ণফুলী জোনের উদ্যোক্তা মিলনমেলা ও পণ্য প্রদর্শনী সম্পন্ন।
উদ্যোক্তা তৈরির সংগঠন বর্তমান বেকার যুব সমাজের খুবই জনপ্রিয় প্লাটফর্ম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন।
১ জুন (শনিবার) বিকাল ৪ ঘঠিকায় চট্টগ্রাম কলেজ মাঠ প্রাঙ্গণে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার কর্ণফুলী জোনের উদ্যোগে “উদ্যোক্তা মিলনমেলা ও পণ্য প্রদর্শনী” জাঁকজমকপূর্ণ ভাবেই সম্পন্ন হলো।
যেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি এ এম রিয়াজ কামাল হিরণ, তারেক উদ্দিন নোমান, তারেক মাহমুদ, খুরশিদ মহল মুক্তা, জোন এম্বাসাডর- সাজেদা বেগম, চৌধুরী কামরুল ইসলাম, মিজানুর রহমান, উপজেলা এম্বয়াসেডর- কাজী মোহাম্মদ খাইরুচ্ছাফা সহ অসংখ্য আজীবন সদস্য ও সদস্যাগন।
এই প্লাটফর্ম থেকে শিক্ষা গ্রহণ করে হাজার হাজার বেকার যুবক-যুবতী উদ্যোক্তা হয়ে বেকারদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। এই প্লাটফর্ম টা সম্পূর্ণ অনলাইন কেন্দ্রিক একটা প্লাটফর্ম । এখানে প্রতি তিন মাসে একটি করে সেশান কোর্স শেষ করা হয় যা সম্পূর্ণ ফ্রিতে।
উক্ত প্রোগ্রামকে সাফল্য মন্ডিত করার জন্য আয়োজক কমিটি উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন