ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
রোববার (২৬ মে) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব জানান প্রতিমন্ত্রী। তিনি জানান, কম ক্ষতির মধ্যে দিয়ে এটা মোকাবিলা করার সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
তিনি আরও জানান, ৮ লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে পেরেছে।
৯ হাজার আশ্রয় কেন্দ্র রয়েছে। শুকনো খাবার, পানি, পৌঁছে গেছে উপকূলীয় অঞ্চলগুলোতে। ক্ষতিগ্রস্ত বাড়িঘর সংস্কার করা হবে সেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী মহিববুর রহমান আরও জানান, দুর্গত অঞ্চলে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
রাত ১১টার মধ্যে এটি উপকূল অতিক্রম করবে। আর ঘূর্ণিঝড়ের শেষ ভাগটি মধ্যরাতে বাংলাদেশ অংশ অতিক্রম করবে।