পুনম শাহরীয়ার ঋতু,ঢাকা:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী বংশাই ব্রীজের খোকনের বাড়ীর সামনে থেকে শনিবার রাতে পুলিশ শিউলী আক্তার (২৬) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় পুলিশ গ্রেপ্তারকৃতের কাছ থেকে ৮০পিচ
ইয়াবা উদ্ধার করেছেন।
গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী হলো, কালিয়াকৈর উপজেলার গাবতলী গ্রামের মৃত সদর অলীর মেয়ে এবং আমির হোসেনের স্ত্রী শিউলী আক্তার।
পুলিশ জানায়, ওই এলাকায় গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী শিউলী আক্তার ইয়াবা বিক্রি করছেএরকম খবর গোপনে পেয়ে একদল পুলিশ অভিযান চানায়। সেখানে মাদক বিক্রির সময় হাতে নাথে ধরেন ওই নারী বিক্রেতাকে। এসময় পুলিশ তারদেহ তল্লাসী করে ৮০পিচ ইয়াবা উদ্ধার করেন।এঘটনায় এএসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।ওসি মনোয়ার হোসেন চৌধুরি জানান, গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ীকে
শনিবার মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঋতু, আএসবিডি