ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী আটক।
অদ্য ২০মে ২০২৪ খ্রিঃ ১২.৩০ ঘটিকায় ট্রাফিক মতিঝিল জোনের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো:ইকবাল হোসেন এবং সার্জেন্ট সাকিব আল আজিজ যানবাহনের কাগজপত্র চেক করার সময় একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল যাহার রেজি: ঢা. মে.-ল-৬২-৫৮৫৭ চালক হেলমেটবিহীন থাকায় থামার জন্য সংকেত দেন। চালক নিজেকে সাব-ইন্সপেক্টর ডিবিতে কর্মরত আছেন বলে পরিচয় দেন এবং নিজের বিপি নাম্বার ৮৬১৫১৮১৪১৪ বলেন। তথ্য যাচাই বাছাই করে প্রতীয়মান হয় যে উক্ত ব্যক্তি বাংলাদেশ পুলিশের কোন সদস্য নন এবং অবৈধ স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন সময় নিজেকে পুলিশ বলে ভুয়া পরিচয় দান করেন। উক্ত ব্যক্তির নিকট হতে পুলিশ লেখা মটরসাইকেল এবং বাংলাদেশ পুলিশের লোগো সম্বলিত মাস্ক উদ্ধার করা হয়।পরবর্তীতে পল্টন থানার এসআই সুনীল এর নিকট পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উক্ত ব্যক্তিকে হস্তান্তর করা হয়।
ট্রাফিক মতিঝিল বিভাগ সকল শ্রেণী পেশার কম্যুটারসগণকে ট্রাফিক শৃংখলা ও আইন মান্যতার সংস্কৃতি লালন ও পালন করার অনুরোধ জানাচ্ছে।
ট্রাফিক মতিঝিল বিভাগ সম্মানিত নগরবাসীকে স্বস্তি প্রদানে বদ্ধ পরিকর।