মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবি ও কালাইয়ে র‌্যাবের পৃথক অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল, নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট।
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবি ও কালাইয়ে র‌্যাবের পৃথক অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার  পলাশগড় এলাকা থেকে ১৫০ লিটার বাংলা মদসহ পাঁচজন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং মাদকে ব্যবহৃত মালামাল  জব্দ করা হয়েছে। পৃথক দুইটি অভিযানে র‌্যাব-৫ তাদের গ্রেফতার করেছে।
র‌্যাব সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে কম্পানি অধিনায়ক শেক সাদিকের নেতৃত্বে র্যাব  -৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ২৩ জানুয়ারি রাতে জেলার পাঁচবিবি  থানাধীন পলাশগড়  এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৫০ লিটার  বাংলা মদসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে পলাশগড় গ্রামের -শ্রী রুবল দাসের স্ত্রী শ্রীমতি পূর্নিমা রানী (৩২), রাম সরভের ছেলে জয়কৃষ্ণ রবি দাস (৫২),
অপর একটি অভিযানে ২৬ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন মাদক ব্যবসায়ীকে কালাই উপজেলাই গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো মৃত আব্দুল কাইয়ুমের ছেলে  ফুল মিয়া (২৬),সইদুর রহমান এবং মোঃ ফিরোজ মন্ডল৷
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা জানাই দীর্ঘদিন যাবৎ পাঁচবিবি  কালাই সহ জেলার বিভিন্ন স্থানে বাংলা মদ ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কালাই ও পাঁচবিবি  থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102