মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) সারাদিন ব্যাপি আনিসা স্পোর্টস একাডেমি কর্তৃক আয়োজিত আড়িয়ল স্বর্ণময়ি উচ্চবিদ্যালয় হলরুমে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আনিসা স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি দিদার হালদারের উদ্যোগে ও একাডেমিটির আয়োজনে এবার ৯টি প্রাথমিক বিদ্যালয় ও ৩টি কিন্ডারগার্টেন এর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মধ্যদিয়ে অত্যন্ত স্বচ্ছতার সহিত এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীদের একটি করে স্কুল ব্যাগ ও মেধা অনুসারে ৫ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও অর্থপ্রদান করা হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য আতিকু্র রহমান শিল্পী, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম বাবুল, আনোয়ার হালদার, কাজি মোশারফ, শেখ শরিফ, ফয়সাল বেপারী, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক মোঃ মাসুম, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ অনিক শেখসহ বিভিন্ন বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক, ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।