কক্সবাজারের কুতুবদিয়ায় অন্যতম সামাজিক সংগঠন পশ্চিম লেমশীখালী মতির বাপের পাড়া ❝তারুণ্যের আলো ঐক্য পরিষদ’ একটা উন্নয়নমুলক ও অরাজনৈতিক সংগঠন উল্লেখ করে দুই বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়েছে।এ সংগঠনটি মানব সেবায় নিয়োজিত থাকার পাশাপাশি বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড ও গরীব-দুস্থদের সাধ্যমত পাশে থেকে সাহায্য সহযোগিতা সহ দেশ বিদেশে অবস্থানরত প্রবাসী ও অসহায় ছিন্নমূল মানুষের বিপদেআপদে পাশে থাকার প্রতিশ্রুতি দেন,এবং সংগঠন সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
তারুণ্যের আলো ঐক্য পরিষদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক উন্নয়নমুলক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন যেটি ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের ৫ সদস্য আব্দুল মন্নান, শাহীন মো.আব্দুল লতিফ (বিএ,.অনার্স.এম.এ),হাফেজ মো.ইউনুছ (বিএ.অনার্স.এম.এ) মো.আমিনুল হক(বিবিএস,অনার্স), মো.রায়হান সহ আরও কয়েকজনের যৌথ আলোচনায় এ সংগঠনটি গঠিত হয়। সংগঠনটি “শিক্ষা ঐক্য উন্নয়ন”এই স্লোগানকে সামনে রেখে মানবতার কল্যাণে কাজ করার উদ্যোগে মো. আনিস উদ্দীনকে সভাপতি ও মো.শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে উপদেষ্টা গণের যৌথ স্বাক্ষরিত পরিষদের নিজস্ব প্যাডে ১৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়, কমিটির মধ্যে আরোও যারা রয়েছেন সহ সভাপতি মোহাম্মদ কফিল উদ্দীন,যুগ্ন সাধারণ সম্পাদক মো.শহীদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম,যুগ্ন সাংগঠনিক সম্পাদক মো.ইয়াছিন,ধর্ম বিষয়ক সম্পাদক মো.মামুন,প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম রানা,অর্থ সম্পাদক সাদ্দাম হোছাইন,সহ অর্থ সম্পাদক মিনহাজ উদ্দীন সোহেল,দপ্তর সম্পাদক মো.হাবিব,সমাজ ও ত্রাণ কল্যাণ সম্পাদক রিফাত,প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এস্তাফিজুর রহমান,ছাত্র বিষয়ক সম্পাদক কুতুব উদ্দীন,নির্বাহী সদস্য যাথাক্রমে আব্দুল হান্নান,তারেক জিয়া,জুনাইদ,পারভেছ,জাহেদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য,সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামের সাথে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।