উন্নয়ন প্রকল্পের ব্যয়, রেভিনিউ খাতের ব্যয় সাশ্রয় ও হ্রাস করা এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের ব্যয় সাশ্রয় করতে প্রতি সপ্তাহে সোমবার অনলাইন ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। এবার সেই সিদ্ধান্ত বাতিল করে পুনরায় স্ব-শরীরে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ জানুয়ারি থেকে পূর্বনির্ধারিত সোমবারের অনলাইন ক্লাস স্ব শরীরে চলবে এবং পরিক্ষা সমূহ অনুষ্ঠিত হবে। আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের গাড়ী সমূহ নির্ধারিত রুটে যথারীতি চলাচল করবে।
এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গত ৩০ জুলাই প্রতি সপ্তাহে সোমবার অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। প্রজ্ঞাপনের মাধ্যমে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও বিভাগে বিষয়টি অবহিত করানো হয়। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, করোনা মহামারী ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারী নির্দেশনা মোতাবেক উন্নয়ন প্রকল্পের ব্যয়, রেভিনিউ খাতের ব্যয় সাশ্রয় ও হ্রাস করা, জ্বালানী ও বিদ্যুৎ খাতের ব্যয় ২৫শতাংশ সাশ্রয় করা আবশ্যক। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী সকলের সম্মতিতে প্রতি সোমবার অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সোমবার সশরীরে কোন পরীক্ষাও অনুষ্ঠিত হবে না তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।