চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে শারজাহ থেকে আসা বিমানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
আজ শনিবার (১৩ জানুয়ারি) জানা গেছে সকাল পৌনে ৯টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যৌথ অভিযান চালায়। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট বিজি-১৫২ (শারজাহ হতে চট্টগ্রাম) এর ভেতর হতে তল্লাশীর মাধ্যমে পরিত্যাক্ত অবস্থায় সিটের নিচ থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৮৯ লক্ষ ৭১ হাজার টাকা।
উদ্ধারকৃত স্বর্ণের পুরোটাই কাস্টমস কর্তৃক জব্দ হওয়ায় স্বর্ণের মূল্যের পুরোটাই সরকারি রাজস্ব হিসেবে গণ্য হবে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তারা।