দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ থাকায় বগুড়ার আদমদীঘিতে ১৫টি মোটরসাইকেল আরোহীর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা সদরের বাসষ্ট্যান্ড চত্ত্বরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজ হোসেন এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে উপজেলা সদরের বাসষ্ট্যান্ড চত্ত্বরে সড়কে ভ্রাম্যমান আদালত বসিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি না মেনে সড়কে মোটরসাইকেল চলাচলের কারণে ১৫টি মোটরসাইকেল আরোহীর ২৩ হাজার ৪শ টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।