মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন

নৌকার সমর্থককে গুলি করে হত্যা, শিপন পাটোয়ারিকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার।

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
নৌকার সমর্থককে গুলি করে হত্যা, শিপন পাটোয়ারিকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার।

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকায় নৌকা প্রতীকের সমর্থককে গুলি করে হত্যা করার ঘটনায় করা মামলার অন্যতম আসামি শিপন পাটোয়ারীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, মুন্সীকান্দিতে ডালিম হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের মা জয়তুন নেসা বাদী হয়ে ৯-১০ জনের নাম উল্লেখ করে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলার অন্যতম আসামি শিপন পাটোয়ারীকে ঘটনার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই ঢাকার বিমানবন্দর থেকে গ্রেফতারের পর মুন্সীগঞ্জে নিয়ে আসা হচ্ছে।

গত বুধবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী ও সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের সমর্থকদের ওপর হামলা হয়। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত ও অপর একজন আহত হন।

নৌকা প্রতীকের সমর্থকরা অভিযোগ করেন, মোল্লাকান্দি ইউনিয়ন চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সালের সমর্থক রিপন পাটোয়ারীসহ ফরহাদ খার নেতৃত্বে পলাশ, রতন, শিপন, সোহাগসহ অন্যান্য লোকজন এসে মুন্সীকান্দিতে নৌকা প্রার্থীর সমর্থক ৯-১০ জনের ওপর এলোপাতাড়ি শটগান দিয়ে গুলি করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মাইনউদ্দিন জানান, মামলায় শিপন পাটোয়ারির নাম না থাকলেও ঘটনায় তার সংশ্লিষ্টতা নিয়ে অভিযোগ পাওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102