বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গুণিজন সংবর্ধনা পেলেন ৫ সংস্কৃতি কর্মী। ঝিনাইদহের কোটচাঁদপুর কাঠ টিটমেন্ট মেশিন বিস্ফোরণে নিহত -২ আহত -১। টিউলিপ সিদ্দিক মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন। আমার দেশ পত্রিকার সম্পাদককে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার। ট্রাম্পের শপথ অনুষ্ঠান; আমন্ত্রন পাননি মার্কিনদের মিত্র দাবি করা মোদি? ১৭ বছর কারাগারে জীবন কাটিয়ে এবার বাড়ী ফিরছেন বাবর। মেহেরপুরে ২ কেজি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক। বাংলা এডিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জের উপর হামলা। ওবায়দুল কাদেরের নির্দেশে ১৭ বছর নোয়াখালীতে ওয়াজ-মাহফিল বন্ধ ছিল। চিতলমারীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার, স্থানীয়দের মিষ্টি বিতরণ।

চট্টগ্রামে গ্যাসের অভাবে রান্নার দুর্ভোগ চরম পর্যায়ে।

এ এম রিয়াজ কামাল হিরণ- চট্টগ্রাম জেলা। 
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
চট্টগ্রামে গ্যাসের অভাবে রান্নার দুর্ভোগ চরম পর্যায়ে।
গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দিনের বেলায় অধিকাংশ স্থানে জ্বলছে না চুলা। অনেক এলাকায় সারাদিন রাত গ্যাসের দেখা মিলছেনা। সমস্যায় পড়তে হচ্ছে সিএনজি ফিলিং স্টেশনগুলোকেও। গ্যাসের চাপ কম থাকায় যানবাহনের দীর্ঘ লাইন চোখে পড়ছে সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে।
চট্টগ্রামে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে। পুরো চট্টগ্রামে জাতীয় গ্রিড থেকে ৩১০ থেকে ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেত। মঙ্গলবার (২ জানুয়ারি) চট্টগ্রামে গ্যাস মিলছে মাত্র ২৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস। চট্টগ্রামজুড়ে গ্যাস সরবরাহ করছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।
চট্টগ্রামে ৬ লাখ ২ হাজার গ্যাস-সংযোগ রয়েছে। তার মধ্যে আবাসিক সংযোগ ৫ লাখ ৯৭ হাজার। এসব সংযোগের জন্য দৈনিক মাত্র ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়।
সকালে ঘুম থেকে উঠে চুলা জ্বালিয়ে দেখি গ্যাস নেই। কী করব বুঝতে পারছিলাম না। আমার ৩ বছর বয়সী বাচ্চার জন্য খাবার তৈরি করতে হবে। ওকে কী খাওয়াব বুঝতে পারছি না,’ বলছিলেন চট্টগ্রামের চকবাজার ডিসি রোড এলাকার বসিন্দা জাহাঙ্গীর খান। ওনি বলেন গতকাল রাতে হঠাৎ বাসায় মেহমান আসে। চুলা জ্বালিয়ে দেখি গ্যাস নেই! শেষমেশ কোন উপায় না দেখে হোটেল থেকে খাবার কিনে নিয়ে এসে মেহমানদারি করতে হলো। এইভাবেই আর কতোদিন।
জামাল খান এলাকায় দেখা যায় সকাল ৮টায় বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের সামনে লোকজনের ভীড়। সবাই এসেছেন সকালের নাস্তা কিনতে।
রোমেল বড়ুয়া নামে এক ক্রেতা জানান, বাসার চুলায় গ্যাস না থাকায় ঘরে সকালের নাস্তা বানানো যাচ্ছে না, তাই তিনি রেস্টুরেন্ট থেকে পরোটা, মুগ ডাল আর চা কিনে নিয়ে যাচ্ছেন বাসার সবার জন্য।
নগরীর প্রায় সব এরিয়ায় তিব্র থেকে তিব্র গ্যাস সংকটের কারনে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। দ্রুত এর সমাধান না হলে জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হবে।
এদিকে, গ্যাস সংকটের কারণে বন্দর নগরী চট্টগ্রামে গড়ে উঠছে না নতুন নতুন শিল্প-কারখানা। এমনটাই দাবি করেছেন উদ্যোক্তারা।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্র জানায়, চট্টগ্রামে নতুন গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। নতুন করে কোনও আবেদনও গ্রহণ করা হচ্ছে না। আবাসিকে ২৫ হাজার গ্রাহক গ্যাস সংযোগের জন্য আবেদন করে দীর্ঘদিন ধরে অপেক্ষায় আছেন। এসব আবেদনকারীরা বছরের পর বছর ধরে সংযোগ না পেয়ে দ্বারস্থ হয়েছেন আদালতের।’
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102