কারিকুলাম ট্রেনিং ২০২৩ খ্রিঃ শিক্ষার্থীদের পাঠদানের লক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে। মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে, সকল উচ্চ বিদ্যালয়, ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে গত ৭ দিনের প্রশিক্ষণ হয়। গত ১৮ ডিসেম্বর সোমবার থেকে শুরু করে ২৪ ডিসেম্বর রোববার বিকাল ৪ টায় সমাপ্ত হয়। মাষ্টার ট্রেইনার শেষে এ সময় মাষ্টার ট্রেইনাররা বলেন নতুন শিক্ষাক্রম বিস্তরণ ২০২৩ এর সাত দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম টি সফল ভাবে শেষ করলাম। মাষ্টার ট্রেইনার হিসেবে নিজের সর্বোচ্চ টা দিয়ে চেষ্টা করেছি পুরো কারিকুলাম টা বুঝানোর জন্য। অবশ্য স্যারদের ও যথেষ্ট আন্তরিকতা ও সহযোগীতা ছিল। তাই তারা ও বেশ খুশি। আশা করছি উক্ত প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি কাজে লাগিয়ে নতুন শিক্ষাক্রম কে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ্।
পরিদর্শনে এসেছিলেন হে শিক্ষা বীর উন্নত করতে মোদের শির। মোহাম্মদ কবীর হোসেন স্যার, সহযোগী অধ্যাপক ঢাকা টি,টি,সি, ও a2i কর্মকর্তা ও দীক্ষা- দ্ক্ষতা উন্নয়নে অনলাইনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচালক।