শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :

গুইমারাতে পুলিশের ঘোষণা হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না”।

আব্দুর রহিম, খাগড়াছড়ি প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
গুইমারাতে পুলিশের ঘোষণা হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো যাবে না”।
সড়ক নির্বিঘ্ন করতে হেলমেট ছাড়া সড়কে মোটরসাইকেল চালাতে না দেয়ার ঘোষণা দিয়েছে গুইমারা থানা পুলিশ।
রবিবার (২৪ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় নিরাপদ সড়ক প্রচেষ্টার অভিযান পরিচালনাকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন এ ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, সড়কে মোটরসাইকেল চললে হেলমেট ব্যবহার করতে হবে। পেট্রোল পাম্পগুলোতে হেলমেট ছাড়া তেল দিতে নিষেধাজ্ঞা রয়েছে। মাদক, সন্ত্রাস, জঙ্গি প্রতিরোধ ও নিরাপদ সড়ক গঠনের লক্ষ্যে পুলিশ কাজ করছে। যারা জনগণের সম্পদ ও জীবনের নিরাপত্তার ক্ষেত্রে বাধা, যারাই আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাবে তাদের বিরুদ্ধে কঠোরতর ব্যবস্থা নেয়া হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।
অভিযানে আটককৃত হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের প্রাথমিকভাবে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102