শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :

জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বাঘাইছড়িতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

লিটন দত্ত,বাঘাইছড়ি, রাংগামাটি পার্বত্য জেলা।
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বাঘাইছড়িতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০.০০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত কাচালং সরকারি কলেজ অডিটোরিয়ামে আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনপ্রতিনিধি,আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বীর মুক্তিযোদ্ধা,মৌজা হেডম্যান, কার্বারী,সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শিরিনা আক্তার এর সভাপতিত্বে কাচালং সরকারি কলেজের প্রভাষক কামাল হোসেন মীর এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোশারফ হোসেন খান জেলা প্রশাসক, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ, ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শরিফুল্লাহ আবেদ, সিক্স বেঙ্গল সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমিন মোহাম্মদ তারেক (পিএসসি), জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন, বাঘাইছড়ি সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মাহাফুজুর রহমান ,বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন,বাঘাইছড়ি থানা অফিনার ইনচার্জ ইসতিয়াক আহম্মেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও হেডম্যান কারবারি এবং পিজাইডিং ও সহকারী পিজাইডিং অফিসারগণ উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম,মির্সেস সাগরিকা চাকমা,সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা,মৌজার হেডম্যান,কার্বারী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, উপজেলার ৩৯টি ভোটকেন্দ্রের মধ্যে এবার ৬টি কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার ভিডিপির পর্যাপ্ত পরিমাণ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন।কোন ধরনের অনিয়ম যাহাতে না হয়,সেজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা চাওয়া হয়। বিশৃঙ্খলা সৃষ্টি হলে প্রয়োজনে ভোটকেন্দ্র বন্ধ করে দেয়া হবে বলেও জানান।
সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের এ বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রার্থীদের পারস্পরিক সম্পর্ক বজায় রেখে নির্বাচনী আচরণবিধি মেনে চলে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা চাওয়া হয়।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102