শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন

ডান্ডাবেড়ী‌ পরিহিত অবস্থায় জানাজায় ইমামতি, প্রশাসনের প্রতি মুসল্লিদের চাপা ক্ষোভ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

ডান্ডাবেড়ী‌ পরিহিত অবস্থায় জানাজায় ইমামতি, প্রশাসনের প্রতি মুসল্লিদের চাপা ক্ষোভ।

 

নওগাঁর ধামইরহাটে মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে ৬ ঘন্টা মুক্ত জামায়াত কর্মী সাইদুল ইসলাম

 

নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত চককালু গ্রামের জামায়াত কর্মী সাইদুল ইসলাম (৩০) প্যারোলে ৬ ঘন্টার জন্য মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশগ্রহণ করেন।

গত বুধবার সাইদুল ইসলামের বড়ভাই তাজুল ইসলাম আদালতে মায়ের জানাজায় অংশ নিতে ছোট ভাইয়ের জন্য প্যারোলে মুক্তির আবেদন করলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিম শর্ত সাপেক্ষে সকাল ৮ টা থেকে দুপুর ২টা‌ পর্যন্ত ৬ ঘন্টার মুক্তি মঞ্জুর করেন। আদালতের আদেশ পেয়ে গতকাল সকাল ৮ টায় নওগাঁ জেলা কারাগার থেকে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ প্রহরায় কারাবন্দী জামায়াত কর্মী সাইদুল ইসলাম কে জেলা সদর থেকে ৫৬ কিঃমিঃ দূরে সীমান্তবর্তী ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের চককালু গ্রামের উদ্দেশ্যে রওনা করেন।

 

সকাল ১০টায় ডান্ডাবেড়ী ও হ্যান্ডকাফ পরিহিত সাইদুল ইসলাম কে বহনকারী পুলিশের পিকআপ ভ্যান নিজ গ্রামে পৌঁছলে হাজার হাজার নারী -পুরুষ ভীড় জমান। বেলা এগারোটায় সাইদুল ইসলামের ইমামতিতে মৃত মায়ের জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন শেষে পুনরায় পুলিশ সাইদুল কে না কারাগারের উদ্দেশ্যে রওনা করেন। জানাজার নামাজের সময়েও ডান্ডাবেড়ী পরানোর ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন মুসল্লীরা। জানা যায় গতমাসে কথিত নাশকতার মামলায় জামায়াত কর্মী সাইদুল ইসলাম কে গ্রেফতার করে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102