ঢাকাগামী আন্ত:নগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে অভিযান
চালিয়ে ৮০ বোতল ফেনসিডিলসহ ওই ট্রেনের পরিচালক (গার্ড) জাহাঙ্গীর কবির (৪২) ও পিএ
অপারেটর সাকেদুল ইসলাম (৩২)কে গ্রেফতার করেছে সান্তাহার রেলওয়ে পুলিশ। গতকাল বুধবার (২০
ডিসেম্বর) সন্ধ্যায় সান্তাহার স্টেশনের ৩নম্বর প্লাটফরমে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ট্রেনের
পরিচালক জাহাঙ্গীর কবির রাজবাড়ি জেলার কাজিকান্দা গ্রামের মিরাজ আলী শেখের ছেলে এবং
পিএ অপারেটর সাদেকুল ইসলাম ঠাকুরগাঁও জেলার আরজি কৃষ্ণপুর গ্রামের শমসের আলীর ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, গতকাল বুধবার পঞ্চগড় থেকে ছেড়ে আসা
ঢাকাগী আন্ত:নগর পঞ্চগড় এক্সপ্রেস বিপুল ফেনসিডিল যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে
সন্ধ্যায় ট্রেনটি সান্তাহার স্টেশনের ৩নং প্লাটফরমে অবস্থান করা কালে পুলিশ ট্রেনের গার্ড ভ্যান
বগিতে অভিযান চালান। অভিযানে ট্রেনের পরিচালক জাহাঙ্গীর কবিরের হেফাজতে থাকা ব্যাগ ও
অপর একটি ব্যাগ তল্লাশি করে মোট ৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা নহয়।
এসময় ট্রেনের গার্ডভ্যানে অবস্থান করা ট্রেন পরিচালক জাহাঙ্গীর কবির ও পিএ অপারেটর
সাদেকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গ্রেফতারকৃত পরিচালক জাহাঙ্গীর কবির
কোন কথা বলতে রাজি হননি। এ ঘটনায় আইনী প্রস্ততি চলছে।