চুলকাটি বাজারে গণসংযোগ ও মিছিল করেছেন সদর উপজেলা ছাত্রলীগ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ তন্ময়ের পক্ষে গণসংযোগ ও মিছিল করেছেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ।
বুধবার (২০ ডিসেম্বর) বিকালে চুলকাটি বাজারে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ জুয়েল হোসেন সাদ্দাম ও সাধারণ সম্পাদক শেখ তারিফ-উল ইসলাম পিয়াস এর নেতৃত্বে গণসংযোগ ও মিছিলে রাখালগাছি ও খানপুর ইউনিয়ন ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় তারা জনগণকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেন। আগামী ৭ তারিখের নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আহবান জানান। বক্তারা বলেন, এবারের নির্বাচন হবে সুষ্ঠু ও সুন্দর, তাই আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন।