সরকার পতনের এক দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এবার অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি।
বুধবার (২০ ডিসেম্বর)দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আন্দোলনের এই ডাক দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আজ থেকে সরকারকে সব ধরনের অসহযোগিতার বিকল্প নেই। একজন রাজনৈতিক কর্মীকেও হয়রানি করা হলে দলীয় পরিচয়ের ঊর্ধে উঠে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন। ঐক্যবদ্ধভাবে অসহযোগিতা অব্যাহত রাখলে গ্রেফতারের সাহস পাবে না। আজ থেকে ফ্যাসিস্ট সরকারকে সব ধরনের অসহযোগিতার বিকল্প নেই।
রিজভী বলেন, বাংলাদেশকে একটি রাষ্ট্রের ‘স্যাটেলাইট স্টেট’ করার চক্রান্ত করা হচ্ছে। গণতন্ত্রের পাশাপাশি চলমান এই আন্দোলন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আগামী ৭ জানুয়ারির ‘ডামি নির্বাচন’ বর্জন করুন। এই অবৈধ সরকারের কোনো আদেশই প্রশাসন মানতে বাধ্য নয়। ৭ জানুয়ারির নির্বাচনে ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকুন। বর্তমান অবৈধ সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কিনা, সেটা ভাবুন। মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকর্মীরা আজ থেকে আদালতে মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকুন।