বাগেরহাটে জেলা আ.লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত।
বিজয় মানেই সম্ভাবনা, বিজয় মানেই মুক্তি
বিজয় মানে দৃপ্ত পায়ে এগিয়ে চলার শক্তি!!
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাগেরহাটে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে বাগেরহাট জেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বরে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূঁইয়া এ্যাডভোকেট হেমায়েত উদ্দীন, সহ-সভাপতি এ্যাডভোকেট ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম, জেলা তাঁতী লীগের আহ্বায়ক তালুকদার আব্দুল বাকী, জেলা যুবলীগের সহ-সভাপতি লিটন সরকার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শরিফা খানম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু।
বিজয় সমাবেশে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিজয় সমাবেশ শেষে শেখ তন্ময় এমপি এর নেতৃত্বে এক বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিজয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।