সারাদেশে পুলিশের হামলা,বিরোধী নেতা-কর্মীদের গ্রেফতার,জুলুম-নির্যাতনের প্রতিবাদ,অবৈধ তফসিল বাতিল,কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন,আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানসহ গ্রেফতার নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে হরতাল কর্মসূচি পালিত হয়েছে।
১৯ ডিসেম্বর (মঙ্গলবার) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর পাঁচলাইশ,চান্দগাঁও,ইপিজেডসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করা হয়। এ সময় নীলনকশার তফসিল বাতিল,সরকারের পদত্যাগ,কেয়ারটেকার সরকার গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন,স্বৈরাচার সরকারের নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। তাদের অধীনে যে নির্বাচন সুষ্ঠু হবে না তা ইতোমধ্যে প্রতীয়মান হয়েছে।তাদের পাতানো দলগুলোর মধ্যেই অসন্তোষের সৃষ্টি হয়েছে।ভাগাভাগির নির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন নিজেদের জোকার কমিশন বানিয়ে ফেলেছে।এমন নির্বাচন কোনোভাবেই হতে পারে না।
নেতৃবৃন্দ বলেন,সরকারের একরোখা মনোভাবের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। সবকিছুর দাম সাধারণ জনগণের নাগালের বাইরে চলে গেছে। জনগণের এখন একটাই দাবি পদত্যাগ করুন,দেশ বাঁচান।