বাগেরহাট ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন পুনাক সভানেত্রী ডাঃ জান্নাতুল ফেরদৌস চৌধুরী জিনিয়া।
বাগেরহাটে ছিন্নমূল ও শীতার্ত মানুষ খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন বাগেরহাট জেলা পুনাক সভানেত্রী ডাঃ জান্নাতুল ফেরদৌস চৌধুরী জিনিয়া।
সোমবার(১৮ ডিসেম্বর) দিবাগত রাতে বাগেরহাট শহরের বিভিন্ন স্থান ঘুরে শীতার্তদের কম্বল বিতরণ করেন পুনাক সভানেত্রী ডাঃ জান্নাতুল ফেরদৌস চৌধুরী জিনিয়া।
এ সময় তার সঙ্গে ছিলেন, বাগেরহাট জেলা পুনাকের সহসভানেত্রী ও বাগেরহাট জেলা পুলিশ নারী কল্যাণ (পুনাক) এর অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় সমাজের বিত্তবানদের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং পুনাক অসহায় ও বিশেষ চাহিদা সম্পন্নদের পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি।