বন্দর নগরী চট্টগ্রামে বহদ্দারহাট ইলিজি স্কাই পার্ক মার্কেটে সিসিটিভি ফুটেজে সনাক্ত মহিলা চুরের সিন্ডিকেটের সদস্য।
৯ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা ৬.৪০ মিনিট থেকে ৭:২০ মিনিটের মধ্যে চট্টগ্রাম বহদ্দারহাট ইলিজি স্কাই পার্ক মার্কেটে দুবাই বোরকা হাউস-১২৪ দোকান হতে একটি উন্নত মানের বোরকা চুরি করে যাহার মূল্য ৫৮০০ টাকা ছিল।
চুরির ঘটনার পরবর্তীতে ১৮ ডিসেম্বর (সোমবার) আবার আসিলে সিসিটিভি ফুটেজে দোকানের কর্মচারী চুরকে সনাক্ত করতে সক্ষম হন। এই মহিলা চুরটি চকবাজার বালী আর্কেটও সেইম চুরির ঘটনা ঘটিয়ে বলে অভিযোগ রয়েছে।
মহিলা চুরটির নাম মোছাম্মদ তামান্নাই জান্নাত , পিতা-ছৈয়দ ফারুক, গ্রাম-কৈই গ্রাম, থানা চান্দিনা, জেলা কুমিল্লা, বর্তমানে রুবী গেইট, ১ নং রোড়, হিল ভিউ, বায়োজিদ, চট্টগ্রাম। লালখান বাজার, বাগঘোনা।
পরবর্তীতে সমিতির অফিসে এনে সকলের সামনে স্বীকারোক্তি মুলুক জবানবন্দি লিখে সাক্ষর নেয়া হয়। এবং চুরি হওয়া বোরকার মূল্য পরিশোধ করতে বাধ্য হয়।