শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন

বগুড়ায় সাতটি আসনে প্রতীক পেলেন ৫৪ জন প্রার্থী।

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
বগুড়ায় সাতটি আসনে প্রতীক পেলেন ৫৪ জন প্রার্থী।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বগুড়ার সাতটি আসনে ৫৪ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে শুরু হয় প্রতীক বরাদ্দ কার্যক্রম। শুরুতেই মতবিনিময় সভায় প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়। মতবিনিময় সভা শেষে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রতীক বরাদ্দের পত্র প্রার্থীদের হাতে তুলে দেন।
এসময় আওয়ামী লীগের প্রার্থী, জাতীয় পার্টি, স্বতন্ত্র সহ একাধিক রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতীক বরাদ্দ নেন। দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত বগুড়ার সাতটি আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে প্রতীক পেয়েছেন ১০ জন, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ৭ জন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ১১ জন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ৫ জন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ৫ জন, বগুড়া-৬ (সদর) আসনে ৫ জন ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ১১ জনসহ এই সাতটি আসনে মোট ৫৪ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রতীক প্রাপ্তরা হলেন- বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন সাহাদারা মান্নান, তৃণমূল বিএনপি প্রার্থী এন এম আবু জিহাদ (সোনালি আঁশ), স্বতন্ত্র প্রার্থী কেএসএম মোস্তাফিজুর রহমান (ঈগল), স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি (তবলা), তরিকত ফেডারেশনের আনোয়ার হোসেন (ফুলের মালা), স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক), জাতীয় পার্টি গোলাম মোস্তফা বাবু (লাঙ্গল), খেলাফত আন্দোলন নজরুল ইসলাম (বটগাছ), স্বতন্ত্র প্রার্থী মো. শোকরানা (কেটলি) ও জাসদ প্রার্থী হাসান আকবর আফজাল (মশাল)। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক পেয়েছেন শরিফুল ইসলাম জিন্নাহ, স্বতন্ত্র প্রার্থী আল ফারাবী (বেঞ্চ), বিএনএফ বরকত উল্লাহ (টেলিভিশন), স্বতন্ত্র প্রার্থী বিউটি বেগম (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী আকরাম হোসেন (কাঁচি), তৃণমূল বিএনপির বজলুর রহমান (সোনালী আঁশ) ও বাংলাদেশ কংগ্রেসের মুনছুর রহমান শেখ (ডাব)। বগুড়া-৩ (দুপচাঁচিয়া- আদমদীঘি) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক পেয়েছেন প্রার্থী নুরুল ইসলাম তালুকদার, স্বতন্ত্র প্রার্থী অজয় কুমার সরকার (কাঁচি), স্বতন্ত্র প্রার্থী খান মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদী (ট্রাক), সুপ্রিম পার্টি আফরিনা পারভীন (একতারা), স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন (ফুলকপি), তৃণমূল বিএনপি আব্দুল মোত্তালেব (সোনালি আঁশ), জাসদের মালেক সরকার (মশাল), বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দীন মন্ডল (ডাব), স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম (কেটলি), স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস স্বাধীন ফিরোজ (ঈগল) ও রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী (নোঙর)। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাসদের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লা (ঈগল), বাংলাদেশ কংগ্রেস আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (ডাব), স্বতন্ত্র প্রার্থী মোশফিকুর রহমান কাজল (ট্রাক) ও শাহীন মোস্তফা কামাল জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীক পেয়েছেন। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগের মজিবর রহমান মজনু পেয়েছেন (নৌকা), বিএনএফ প্রার্থী আলী আসলাম হোসেন রাসেল (টেলিভিশন), ইসলামী ঐক্য জোটের নজরুল ইসলাম (মিনার), বাংলাদেশ কংগ্রেস মামুনার রশিদ (ডাব) ও জাসদের রাসেল মাহমুদ (মশাল) প্রতীক পেয়েছেন।
বগুড়া-৬ (সদর) আসনে আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু পেয়েছেন (নৌকা) জাতীয় পার্টি আজিজ আহম্মেদ (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান (ট্রাক), ন্যাশনাল পিপলস পার্টি শহিদুল ইসলাম (আম), ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ (ঈগল) প্রতীক পেয়েছেন। বগুড়া-৭ (গাবতলী- শাজাহানপুর) আসনে আওয়ামী লীগ প্রার্থী মোস্তফা আলম নান্নু পেয়েছেন (নৌকা), জাতীয় পার্টির এটিএম আমিনুল ইসলাম (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেস মেহেরুল আলম মিশু (ডাব), জাসদের আব্দুর রাজ্জাক (মশাল), জাতীয় পার্টি (জেপি) আব্দুল মজিদ (বাইসাইকেল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এনামুল হক (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম (কেটলি), এনপিপি ফজলুল হক (আম), বিএনএম রনি (নোঙর), স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলু (ট্রাক) ও স্বতন্ত্র প্রার্থী সরকার বাদল (ঈগল) প্রতীক পেয়েছেন। আগামী ৭ জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১ থেকে ৪ ডিসেম্বর বাছাই, ৬ থেকে ১৫ ডিসেম্বর আপিল ও শুনানি, ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়। ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮ টা পর্যন্ত প্রচারের সময় বেঁধে দেওয়া হয়েছে। বগুড়ায় এবার সাতটি আসনে মোট ভোটার সংখ্যা ২৮ লাখ ২৮ হাজার ৩৪৪। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৪ হাজার ৩২১ এবং নারী ভোটার ১৪ লাখ ২৪ হাজার ২৩ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৯৬৯টি। ভোট কক্ষ স্থায়ী ৫ হাজার ৮১৫টি ও অস্থায়ী ৪০৮ টি মিলে মোট ৬ হাজার ২২৩ টি কক্ষে ভোট দিবেন জেলাবাসী। এদিকে, আজ প্রতীক পাওয়ার পর প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮ টা পর্যন্ত। আর ৭ জানুয়ারি সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যালট পেপারে চলবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102