বড়দিনে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বড়দিনে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, আবুল হাসনাত খান মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বাগেরহাট পুলিশ সুপার মহোদয়ের সম্মেলন কক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, আবুল হাসনাত খান মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশ সুপার মহোদয় বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অতীতের ন্যায় এবারও বড়দিন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। এজন্য তিনি চার্চে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপনের জন্য খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, কেউ নাশকতার ঘটনা ঘটানোর চেষ্টা করলে আপনারা তাকে ধরে ফেলবেন। আর ধরতে না পারলে চিনে রাখবেন, পুলিশ তাদেরকে আটক করবে। তিনি প্রয়োজনে সংশ্লিষ্ট অঞ্চলের বিট অফিসার, থানার অফিসার ইনচার্জ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) অথবা পুলিশ সুপার মহোদয়ের সাথে ফোনে যোগাযোগের জন্য অনুরোধ জানান। এছাড়াও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগেরও অনুরোধ জানান। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মোঃ রাসেলুর রহমান (ক্রাইম এ্যান্ড অপস্) এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।