দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগ নেতা কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদারের সভাপতিত্বে ও সহ-সভাপতি ইমরান হোসেন জাকির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ মনোনীত খুলনা-৬ ( কয়রা-পাইকগাছা) আসনের নৌকার প্রার্থী রশীদুজ্জামান মোড়ল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মহসিন রেজা, সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রী, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খায়রুল আলম, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা মেজবাহ উদ্দিন মাছুম,মেহেদী হাসান দিদার, ,ছাত্রলীগ নেতা মৃনাল কান্তি বাছাড়,ইখতিইয়ার উদ্দিন হিরো, আমিরুল হক বাদল,পার্থ প্রতীম চক্রবর্তী, ফাইমিন সরদার,আবু দাউদ রনি,মওদুদ আহম্মেদ মিলন, সালাউদ্দিন আহম্মেদ, রাহান কবির চঞ্চল, চিন্ময় রায়, হৃদয়, মিঠুন,শেখ মো:আবু খালিদ,রাজিবুল ইসলাম রাজুসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন জাকিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মনোনীত করা হয়৷
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটারদের উৎসাহিত করে কেন্দ্রে উপস্থিতি বাড়ানো এবং নির্বাচনকে উৎসবমুখর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। সেজন্য সকল নেতাকর্মীদের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে। ভোটারদের নিকট সকলকে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে হবে।সাথে সাথে সকল নেতাকর্মীদের এক যোগে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে কাজ করার আহবান জানান