বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন মাহমুদুর রহমান পিন্টু।
গত রবিবার দুপুরে এ দায়িত্বভার গ্রহণ করেন মাহমুদুর রহমান পিন্টু। মাহমুদুর রহমান পিন্টু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ১ নম্বর প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু পদত্যাগ করেছেন। ফলে চেয়ারম্যানের পদটি শূন্য হওয়ায় মাহমুদুর রহমান পিন্টু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার জানান, গত ২৭ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দেন। ২৯ নভেম্বর তা গৃহীত হয়। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর থেকে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন উপজেলার ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু।