বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন

দিনাজপুর গাওসুল আজম এতিমখানার ১০০ কোটি টাকার সম্পদ আত্মসাৎকারী শাহরিয়ারের বিচারের দাবীতে মানববন্ধন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

মোঃ আরমান হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর গাউসুল আজম এমিতখানার ১০০ কোটি টাকার লুন্ঠনকারী ভূমিদুস্য শাহরিয়ার এর বিচারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ দিনাজপুরের আপামর মানুষ অংশগ্রহণ করেন। ২০ সেপ্টেম্বর সকালে শেখ জাহাঙ্গীর কবরস্থান সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দিনাজপুর শহরের বালুবাড়ী এলকার গাউসুল আজম এমিতখানার শত কোটি টাকার সম্পত্তি লুন্ঠনকারী গাউসে শাহরিয়ার বিক্রিয়র মহোৎসব শুরু করেছেন। জমিদাতার প্রাথমিক অবস্থায় গড়ে তোলা এমিতখানাটি গুড়িয়ে দিয়ে ঐ সম্পত্তিগুলো পর্যায়ক্রমে অবৈধভাবে বিক্রি অব্যাহত রেখেছেন। এতিমের এ সম্পত্তির প্রায় ২০০ শতক জমি ইতোমধ্যে তিনি বিক্রি করে দিয়েছেন।
বক্তারা আরও বলেন, শেখপুরা মৌজার ৩নং জেএল ২২২/৫২ খতিয়ানভূক্ত ৬৬১ দাগে ৭ দশমিক ৫ শতক, ৬৬০ দাগে ২৮ শতক (ডাঙ্গা) সহ মোট ৭ দশমিক ৩৩ শতক সম্পত্তি বালুবাড়ী এলাকার মৃত দলিল উদ্দীন আহমেদের পুত্র মৃত গোলাম মোস্তফা ১৯৯৪ সালের জানুয়ারী মাসে গাওসুল আজম এতিমখানার নামে দানস্বত্ব দলিল মূলে রেজিষ্ট্রি করে দেন। পরবর্তীতে গাওসে শাহরিয়ার উল্লিখিত সম্পত্তি আত্মসাতের অসৎ উদ্দেশ্যে নানান অপকৌশল ও সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হয়।

এক পর্যায়ে শহরের ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক সহ বিভিন্ন পর্যায়ের ৮/৯ জন কর্মকর্তার নিকট প্রায় ২০০ শতক জমি বিক্রি করে ২০ কোটি টাকা হাতিয়ে নেয়। শাহরিয়ার ২০ কোটি টাকা আত্মাসাৎ করলেও এর সাথে হযোগী রয়েছেন জমি ক্রেতারা। ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংকের ওই কর্মকর্তারা এতিমের সম্পদ ক্রয় করে আট্টলিকা তৈরী করেছেন। কোন নিয়মনীতির তোয়াক্কা না করে ওই ব্যাংক কর্মকর্তারা শুধু টাকার জোরে এমনটা করেছেন। এসব অসাধু কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ইসলামী ব্যাংকের আসাদুল, কিবরিয়া, মোহাম্মদ আলী, আব্দুল জলিল, আমিনুল ইসলাম, ওয়ামিক হাসান চৌধুরী, সোনালী ব্যাংকের তাহমিদুর রহমান সহ আরও অনেকে। এরা সেখানে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করেছেন।

পাশাপাশি ভূমিদস্যু শাহরিয়ার সুইমিং পুল, ডিজে পার্ক, পার্টি সেন্টার, নাইট ক্লাব সহ আলিশান একটি ৬ তলা বিশিষ্ট ভবন নির্মাণ করেন। শাহরিয়ারের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারীর অভিযোগও রয়েছে। এছাড়া তার নির্মিত সুইমিং পুলের পানিতে গড়িয়ে পড়ে শেখ জাহাঙ্গীর গোরস্থানে। এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি নির্বাহী ম্যাজিস্ট্রেট ২০ হাজার টাকা জরিমানা করেন।
বক্তারা বলেন, এভাবে একজন দিনের পর দিন ধরাকে সরাঞ্জান করতে পারেন না। এ ব্যাপারে অবিলম্বে স্থানীয় প্রশাসন, ভূমি মন্ত্রণালয়, দুদকসহ সংশ্লিষ্ট প্রশাসনকে জরুরী হস্তক্ষেপ করতে হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, গাওসুল আজম এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কাজী আকবর হোসেন অরেঞ্জ, সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী লিয়ন চৌধুরী, সদস্য সৈয়দ মনসুরুল হোসেন ডাবলু প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102