মনোনয়ন পত্র বাছাইয়ের দিনে জয়পুরহাট-১ আসনে ২জন এবং জয়পুরহাট-২ আসনে ১ জনের মনোনয়ন পত্র বাতিল
জয়পুরহাট সংবাদদাতাঃ
মনোনয়ন পত্র বাছাইয়ের দিনে জয়পুরহাট-১ আসনে ২জন এবং জয়পুরহাট-২ আসনে ২ জনের মনোনয়ন পত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।
রবিবার বিকেল ৩টা জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী এ ঘোষনা দেন।
বৈধ প্রার্থীরা হলেন
জয়পুরহাট-১ আসনে
১.সামছুল আলম দুদু -আওয়ামী লীগ
২. একেএম মোয়াজ্জেম হোসেন-জাতীয় পার্টি
৩. মোঃ মাছুম-তৃণমুল বিএনপি
৪. মোঃ রোকনুজ্জামান- ন্যাশনাল পিপলস পার্টি
৫. আঃ আজিজ মোল্লা-স্বতন্ত্র
৬. একেএম রায়হান মনু-স্বতন্ত্র
৭. আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন- জাসদ
৮. মোঃ জহুরুল ইসলাম – স্বতন্ত্র
জয়পুরহাট-২ আসনে
১. আবু সাঈদ আল মাহমুদ স্বপন -আওয়ামীলীগ
২. আবু সাঈদ নুরুল্লা মাছুম-জাতীয় পার্টি
৩. গোলাম মাহফুজ অবসর-স্বতন্ত্র
৪.মোঃ নয়ন
-বাংলাদেশ কংগ্রেস
৫. মোঃ গোলাম রসুল-জাকের পার্টি
৬. আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন-জাসদ
৭. মোঃ আবু সাইদ- ন্যাশনাল পিপলস পার্টি
৮. আব্দুর রাজ্জাক-স্বতন্ত্র
তবে বাদ পড়া প্রার্থীরা আপিল করতে পারবেন।