এসবিডি চরফ্যাশন:ভোলা চরফ্যাশন আছলামপুর ইউনিয়নে ১০মিনিটের আকর্ষিক টর্নেডোর আঘাতে লন্ডভন্ড করে দিল ৫০টি পরিবার কে৷
গতকাল মধ্য রাতে চরফ্যাশনের আছলামপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড ভুলাই বড়ির মোড় এলাকায় ক্ষনিকের আকষ্মিক টনের্ডোর আঘাতে প্রায় ৫০টি বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রায় ৩০টি পরিবার এখন খোলা আকাশের নিচে। বাকী ২০টি পরিবারের আংশিক ক্ষতিগ্রস্ত হলেও বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে তাদের বসতঘর৷
সরেজমিনে দেখা যায়, টর্নেডোর আঘাতে ঘরবাড়ি, আসবাবপত্র, দুইটি অটো রিক্সা ৩টি ব্যবসা প্রতিষ্ঠান ও গবাদিপশু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ এছাড়াও বেতুয়া সড়কে গাছ ভেঙ্গে সড়ক বন্ধ হয়ে গেলে স্থানিয়রা গাছ কেটে সড়কে যান চলাচল স্বাভাবিক করে দেন৷ ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, আছলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরে আলম মাস্টার ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মিলিটারি৷
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মেলেটারি জানান, আমাদের প্রিয় নেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয় মোবাইল ফোনে টর্নেডোর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়েছেন৷ তাদের তালিকা করে জমা দিতে বলা হয়েছে৷
উপজেলা নির্বাহি অফিসার মোঃ রুহুল আমিন বলেন, টর্নেডোর তাণ্ডবে যে সকল পরিবার সর্বস্ব হারিয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে৷ আংশিক ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদানের চেষ্টা করা হবে৷ এসকল পরিবারের লোকজন সামান্য আহত হলেও গুরুতর আহতের কোনো খবর পাওয়া যায়নি।