দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ -৩ (মুন্সীগঞ্জরসদর-গজারিয়া ) আসনে আওয়ামী লীগ (নৌকা প্রতীক) মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও সাবেক এডভোকেট মৃণাল কান্তি দাস । এদিকে মুন্সীগঞ্জ পৌরসভা মেয়র পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র পদ প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মহিউদ্দিনের সন্তান আলহাজ্ব মোঃ ফয়সাল বিপ্লব। গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন হাতে মনোনয়নপত্র ফরম জমা দেন তারা।
অপরদিকে মু্ন্সীগঞ্জ -২ (লৌহজং ও টঙ্গীবাড়ী) আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি। বুধবার দুপুরের দিকে-টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রাসেদুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মু্ন্সীগঞ্জ – ১ (শ্রীনগর -সিরাজদিখান) আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত (নৌকা প্রতীকে)পদ প্রার্থী মোঃ মহিউদ্দিন আহমেদ। শ্রীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারীর কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদিকে এছাড়া মু্ন্সীগঞ্জ- ১ (শ্রীনগর -সিরাজদিখান) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিকল্প ধারা বাংলাদেশের মুখপাত্র মাহী বি চৌধুরী এবং প্রয়াত ব্যারিষ্টার নাজমুল হুদার মেয়ে তৃণমূল বিএনপির নির্বাহী চেয়ারপার্সন অন্তরা সেলিম হুদা এই আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ফরম দাখিল করেছেন।
এ সময় উভয় পদপ্রার্থী বিপুল সংখ্যক নেতাকর্মী ও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।