কবিতা : স্বপ্ন
লেখক :- শাহাদাত ভূঁইয়া
ভোরের কুয়াশার মাঝে
কেউ দৌড়াচ্ছে স্বপ্ন পূরণের জন্যে,
কেউবা আবার আছে
কম্বল মুড়ি দিয়ে ঘুমের ঘরে ।
কেউ একবার চেষ্টায় ব্যর্থ হয়ে
হারিয়ে ফেলছে নিজের স্বপ্ন টা কে,
কেউ বার বার হাজার বার
পড়ে গিয়েও দাঁড়াতে চাচ্ছে আবার।
কেউ ভাবছে হবে না আমার দাঁড়া
কোনো স্বপ্ন পূরণের গল্প,
আবার কেউ বলছে
আমি হার তে শিখিনি
আমি জয়ী হতে শিখেছি,
আমি মর তে শিখিনি
আমি মারতে শিখেছি।
যে স্বপ্ন পূরণের আগে ব্যর্থতার
কথা বলে সে হয়তো স্বপ্ন
দেখেছে কোনো এক ঘুমের ঘরে।
ঘুম থেকে উঠে যাহারা
স্বপ্নের ছবি আঁকে
তাহাদের কাছে নেই কোনো
( ব্যর্থতা ) নামক শব্দ।
NDKA – Narsingdi District Karate Association